দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
মঙ্গলবার (১ জুলাই) সাভারের ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মুরাদ বলেন, যারা আজ বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান- এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি। ১৭ বছর গুম-খুনের শিকার হয়েও নেতা-কর্মীরা পিছু হটেনি।
তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিলে জুলাই-আগস্টের আন্দোলন সফল হত কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র-জনতার সফল আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে।
গণঅভ্যুত্থান একদিন কিংবা এক মাসের আন্দোলনের সফল হয় না মন্তব্য করে তিনি আরও বলেন, এ জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
আমতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াছেল আলী খান স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা খন্দকার আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, এনায়েরত হোসেন, আনসার আলী, খন্দকার আইয়ুব, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
পিএ/টিএ