পাকিস্তানে বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত অন্তত ৫, আহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। বুধবারের এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সহকারী একজন কমিশনার ও পুলিশ কর্মকর্তারাও রয়েছেন।

বাজৌর জেলার পুলিশ সুপার (ডিপিও) ওয়াকাস রফিক দেশটির সংবাদমাধ্যম ডনকে বলেছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নাওয়াগাই সড়কে একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের দুই কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক ও আরও দুজন নিহত হয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণ এত বেশি তীব্র ছিল যে, গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহত ১১ জনকে উদ্ধারের পর খার জেলার সদর হাসপাতালে (ডিএইচকিউ) নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাজৌরের পুলিশ সুপারে ওয়াকাস।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইহতেশাম আলী বিস্ফোরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণে নিহতদের সবার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

তিনি খার জেলার সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তিনি বলেন, বাজৌরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি এবং স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেছেন, ‌‌আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ মালাকান্দের আঞ্চলিক পুলিশ কর্মকর্তার (আরপিও) কাছে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছেন।

তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেখানকার পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের অতিরিক্ত আইজিকে বাজৌরে বিশেষ টিম পাঠানোর নির্দেশও দিয়েছেন।

জুলফিকার হামিদ বলেন, পুলিশের বিশেষ শাখার সদস্যরা ইতোমধ্যে বিস্ফোরণের এই ঘটনায় গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে। তিনি বলেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যরা সহকারী কমিশনারের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিস্ফোরণের এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন।

সূত্র: ডন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে আগুন Nov 10, 2025
img
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হলেন মেহেরপুরের ডিসি Nov 10, 2025
img
পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান Nov 10, 2025
img
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয় Nov 10, 2025
img
সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব Nov 10, 2025
img
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ Nov 10, 2025
img
প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া Nov 10, 2025
img
পাট অধিদপ্তরের ডিজিকে বদলি Nov 10, 2025
ডার্ক ওয়েবে ডেটা বিক্রির যুগ শেষ, বললেন আইসিটি উপদেষ্টা Nov 10, 2025
'সরকার নিজেদের দায়িত্ব ভুলে বসেছে' Nov 10, 2025
জনগণ সংস্কার বোঝে এবং জবাবদিহিতা চায়, দাবি তাসনিম জারার Nov 10, 2025
তারেক রহমানের উদ্দেশ্যে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 10, 2025
ফেনীতে রেললাইনে নাশকতার চেষ্টা,গেটম্যানের তৎপরতায় বাঁচলো শত প্রাণ। Nov 10, 2025
বিশাল বাজেট-তারকাবহুল কাস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে তুমুল আলোচনা Nov 10, 2025
img
২৭ ভরি সোনা চুরির পর নিজেই ধরা দিলেন চোর! Nov 10, 2025
img
এলডিসি উত্তরণের পর বছরে তৈরি পোশাক রপ্তানি বিলিয়ন ডলার হ্রাসের শঙ্কা Nov 10, 2025
img
রাজামৌলির নতুন ছবির খলনায়কের লুক নিয়ে নেটদুনিয়ায় হাসির বন্যা Nov 10, 2025
img
ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি Nov 10, 2025
img
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অসুস্থ মাহি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন Nov 10, 2025