মস্কো আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান চায় তবে তারা তাদের মূল লক্ষ্য থেকে পিছু হটবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩ জুলাই) টেলিফোনে ট্রাম্পকে এ কথা জানান পুতিন। খবর রয়টার্সের।
ক্রেমলিনের একজন সহযোগী ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় উশাকভ জানান, ‘এই ফোনালাপে ইরান এবং মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন পুতিন ও ট্রাম্প। এ সময় ট্রাম্প ইউক্রেনে সামরিক পদক্ষেপের দ্রুত অবসানের বিষয়টি আবারও উত্থাপন করেন।’
উশাকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন, তার পক্ষ থেকে উল্লেখ করেছেন, ‘আমরা সংঘাতের রাজনৈতিক এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উশাকভ আরও জানান, পুতিন গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের মরদেহ বিনিময়ের জন্য সম্পাদিত চুক্তি বাস্তবায়ন সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন এবং তাকে বলেন যে মস্কো কিয়েভের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।
তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবে। তার মধ্যে বর্তমান সংঘাতের পেছনে যে মূল কারণগুলো রয়েছে সেগুলো নির্ধারণ করা এবং সমাধান করা। রাশিয়া এই লক্ষ্যগুলো থেকে পিছু হটবে না।’
তবে এই ফোনালাপে পুতিন এবং ট্রাম্প ইউক্রেনে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান স্থগিত করার মার্কিন সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলেননি।
ইরান সম্পর্কে পুতিন বলেন, ‘রাশিয়ান পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধ, মতবিরোধ এবং সংঘাতের পরিস্থিতি সমাধানের গুরুত্বের উপর জোর দিয়েছে।’
গত মাসে ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বোমারু বিমান পাঠিয়েছিলেন, যা মস্কো বিনা উস্কানিতে এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছিল।
এমআর