দলীয় কোন্দল আর ব্যক্তি স্বার্থ ভুলে বৈষম্যহীন সমাজ ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) সকালে রংপুরে জামায়াতে ইসলামীর সমাবেশে যোগদানের আগে আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এই আহ্বান জানান।
এ টি এম আজহারুল বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো এ সরকারের প্রধান কাজ।’
নতুন প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আবু সাঈদদের মতো যারা ফ্যাসিবাদ পতনে জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।’
কবর জিয়ারতের পর শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতা এ টি এম আজহারুল। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইউটি/এসএন