বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ ও মৌলিক বিষয়ে কার্যকর সংস্কার জরুরি।
আজ শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এখন দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তবে নির্বাচন।
শফিকুর রহমান বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন। তবে তার জন্য আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব মৌলিক সংস্কার দরকার, সেগুলো বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় সহিংসতার বিরোধী। আমরা মব পলিটিক্সে বিশ্বাস করি না—এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি, যোগ করেন তিনি।
টিকে/