দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় আখতার হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দাড়ি-টুপি ওয়ালা মানুষ দেখলেই তাকে জঙ্গি ট্যাগ দিয়ে নিপীড়ন চালানো হতো। যে কারণে নির্দোষ মানুষেরা নানা রকম বঞ্চনাসহ ক্ষতির সম্মুখীন হতো।
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাড়ি রাখার জন্য, ধুতি পরার জন্য কারও প্রতি ন্যূনতম কোনো নির্যাতন আমরা হতে দেব না।
আখতার আরও বলেন, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই দিয়ে নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে। বাংলাদেশের মৌলিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক পথকে আরও একধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
এসময় দেশ পুনর্গঠনে দ্বিতীয় বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আখতার হোসেনের।
এমআর