সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।
জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে সিলেটের ওসমানীনগরের ৭ নম্বর দয়ামীর ইউনিয়নের কুরুয়া এলাকায় সিলেটগামী এনা পরিবহন বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়।
এর আগেই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় দুই বাসের চালকসহ অন্তত ৪০ জনকে অ্যাম্বুলেন্সে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। তবে ঘটনাস্থলেই মারা যান ইউনিক পরিবহনের চালকের সহকারী রাজু।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ইউনিক পরিবহনের সঙ্গে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের পর ফায়ার সার্ভিস ও পুলিশ অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনায় ইউনিক পরিবহনের হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে।’
চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা।
কেএন/টিএ