সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বাজার এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে রাজু মারা যান।জানা যায় নিহত রাজু ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।
এদিকে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনোর পর বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এমআর/টিকে