বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
বাহরাইনের আন্ডার সেক্রেটারির দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৩০ জুন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করার বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফিস ডাইরেক্টর কলোনেল আব্দুল লতিফ আল সাদও উপস্থিত ছিলেন।
আরআর/টিএ