'দুদক সংস্কারে এনবিআরের নথি সংক্রান্ত বিএনপির অবস্থান হতাশাজনক'

দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ-২৯ নিয়ে বিএনপি মহাসচিবের গত ৫ জুলাইয়ের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে স্ববিরোধী ও হতাশাজনক বলছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এনবিআর থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে আদালতের আদেশ নেওয়ার বিদ্যমান বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির যুক্তিকে নিতান্তই বিভ্রান্তিমূলক বলছে দুদক সংস্কার কমিশন।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।

দুদক সংস্কার কমিশন বলছে, দুদকের তদন্ত কার্যক্রমে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা এবং অনেক ক্ষেত্রে স্থবিরতা দূর করার লক্ষ্যে ওই গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। কমিশনের ৪৭টি সুপারিশের ৪৬টিতেই বিএনপির সম্মতি সম্পর্কে ওই সংবাদ সম্মেলনের অংশ হিসেবে জনগণকে অবহিত করায় বিএনপিকে ধন্যবাদ। তবে দুর্নীতি তদন্তের স্বার্থে এনবিআর থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির জন্য আদালতের আদেশ নেওয়ার বিদ্যমান বাধ্যবাধকতা বাতিল করার জন্য কমিশনের ২৯নং সুপারিশ সমর্থন করতে বিএনপির ব্যর্থতা উদ্বেগজনক। বিশেষ করে এ বাধ্যবাধকতা না রাখলে দুদকের কার্যক্রম বিলম্বিত হবে বলে যেভাবে বিএনপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে তা নিতান্তই বিভ্রান্তিমূলক ও স্ববিরোধী। কারণ এ বাধ্যবাধকতাই দুদকের দায়িত্ব পালনে বিলম্বসহ অনেক ক্ষেত্রে অকার্যকরতার অন্যতম কারণ, যা দুদকের বাস্তব অভিজ্ঞতা ও দুদক সংস্কার কমিশনের কাজের অংশ হিসেবে গবেষণা ও সংশ্লিষ্ট অংশীজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য-পরামর্শ বিশ্লেষণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ২৯-এ বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩০৯ সংশোধনপূর্বক এটি নিশ্চিত করতে হবে যে, দুদক কর্তৃক চাহিত কোনো তথ্যাদি বা দলিলাদির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। উল্লেখ্য, আয়কর আইনের অধীন প্রস্তুতকৃত বিবৃতি, দাখিল করা রিটার্ন বা হিসাব বিবরণী বা দলিলাদি উক্ত আইনের ৩০৯ ধারায় গোপনীয় বলে বিবেচিত এবং আদালতের আদেশ ব্যতিরেকে এনবিআর দুদককে এ সকল তথ্যাদি বা দলিলাদি প্রদান করতে পারে না।

অথচ এই আইন প্রণয়নের আগে দুদক এনবিআর থেকে যে সকল তথ্যাদি বা দলিলাদি আদালতের আদেশ ব্যতিরেকেই পেতে পারত, এই আইন প্রণয়নের পর তা অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদকের কার্যক্রমে অহেতুক বিলম্ব রোধ করার জন্য আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার যুক্তি দিয়েছে বিএনপি। কিন্তু বাস্তবতা হলো, আদালতের অনুমতির বিধান রাখার ফলে দুর্নীতির তদন্তে দীর্ঘসূত্রতা ও জটিলতা বৃদ্ধি এবং উদ্দেশ্যমূলকভাবে প্রতিহত করার সুযোগ তৈরি হয়। যা দুদকের অকার্যকরতার অন্যতম কারণ। সুপারিশ-২৯-এর উদ্দেশ্য হচ্ছে, এ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত আইনগত প্রতিবন্ধকতা দূর করে এনবিআরের তথ্যে দুদকের অবাধ ও বিলম্বহীন অভিগম্যতা নিশ্চিত করা। আয়কর সংক্রান্ত তথ্যের গোপনীয়তার যুক্তিও ভিত্তিহীন, কারণ এ তথ্য দুর্নীতির তদন্তের স্বার্থে দুদকের প্রাপ্য, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন বা কোনো অযাচিতভাবে প্রকাশের জন্য নয়। তা ছাড়া যে তথ্য এনবিআরের কাছে থাকতে পারে, তা এনবিআরেরই সহযোগী সংস্থা দুদককে পেতে হলে আদালতের আদেশ লাগবে– কোনো যুক্তিতেই তা গ্রহণযোগ্য নয়। কমিশন জোরালোভাবে বিশ্বাস করে, উল্লিখিত সুপারিশ বাস্তবায়িত হলে দুর্নীতিবিরোধী তদন্তের গতি, কার্যকারিতা এবং নিরপেক্ষতা বাড়াবে– যা দুদকের স্বাধীনতা ও কার্যকরতার অভীষ্ট অর্জনের পূর্বশর্ত এবং আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কমিশন আশা করে, বিএনপি এ বিষয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এই সুপারিশের উদ্দেশ্য কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন নয়। বরং দুদকের তদন্ত কার্যক্রমে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা দূর করা। কমিশন বিশ্বাস করে, এনবিআর ও দুদকের মধ্যে সমন্বয় এবং তথ্য আদান-প্রদান দেশে দুর্নীতি প্রতিরোধে ও সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য এবং চলমান রাষ্ট্র সংস্কার উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১২ জানুয়ারি: ইতিহাসে এই দিনের আলোচিত সব ঘটনা Jan 12, 2026
img
ভারতে একের পর এক শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকদের নজর কি শ্রীলংকায়? Jan 12, 2026
img
জেনে নিন, দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 12, 2026
img
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক ১৪ জানুয়ারি Jan 12, 2026
img
প্রতিদিন ৪টি ডিম খেলে শরীরে কী হতে পারে? জেনে নিন Jan 12, 2026
img
প্রতিদিন পেয়ারা খাওয়া শরীরের জন্য উপকার নাকি ক্ষতি? জেনে নিন Jan 12, 2026
img
ব্রাদার্স ছাড়ছেন অঞ্জন বিস্তা ও সানিশ শ্রেষ্ঠা, যোগ দিবেন নেপালি লীগে Jan 12, 2026
img
পাকিস্তানে বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল নবদম্পতিসহ ৮ জনের Jan 12, 2026
img
হাঁটুর চোটে মৌসুম শেষ লিভারপুল ডিফেন্ডার ব্র্যাডলির Jan 12, 2026
img
ম‍্যানচেস্টার সিটির হয়ে অভিষেকে গোল সেমেনিওর Jan 12, 2026
img
পঞ্চগড়ে লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে সারজিস আলম Jan 12, 2026
img
পাবনা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী, রামেকে মৃত্যু Jan 12, 2026
img

বাগেরহাট-১ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মুশফিক Jan 12, 2026
img
শ্রাবন্তীর নামে হঠাৎ কী বললেন শুভশ্রী? Jan 12, 2026
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের প্রশ্ন

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে Jan 12, 2026
img
সালমানের সঙ্গে অভিনয় স্বপ্নপূরণের মতো: চিত্রাঙ্গদা সিং Jan 12, 2026
img
ধর্মান্ধদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান খায়রুল কবির খোকনের Jan 12, 2026
img
খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ Jan 12, 2026
img
আবারও ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা Jan 12, 2026
img
সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত Jan 12, 2026