বাংলাদেশে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জ্বালানি সচিব সাইফুল ইসলাম ও দেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রদূত হেরু এইচ সুবোলোর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এলএনজি ও এলপিজির সরবরাহ এবং আধুনিক সিঙ্গেল পয়েন্ট মুরিং টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা হয়। প্রকল্পগুলো বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ছাড়া, উভয় দেশের পক্ষ থেকে জ্বালানি খাতে সুনির্দিষ্ট বিনিয়োগ এবং সহযোগিতার প্রতি এই আগ্রহ ভবিষ্যতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আলোচনায় উঠে আসে।
এসএন