মধ্যরাতে নারী ফুটবল দলকে সংবর্ধনার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করে ইতিহাস সৃষ্টিকারী নারী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। একই সঙ্গে বরাবরের মতোই বাফুফের প্রহসনের সংবর্ধনা অনুষ্ঠান ও ফাঁকা বুলির নিন্দা জানিয়েছেন ফোরামটি।

আজ সোমবার (৭ জুলাই) সংবাদমাধ্যমে ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ফুটবল টিমকে অভিনন্দন ও বাফুফের প্রতি নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নারী ফুটবল টিম বীরের বেশে দেশে প্রবেশ করেছে। বাফুফে রাত আড়াইটার সময় তাদের সংবর্ধনার আয়োজন করেছে। দেশের ফুটবলপ্রেমী মানুষ এই খেলোয়াড়দের বরণ করার আকাঙ্ক্ষায় ছিল, যা এই মধ্যরাতের আয়োজনের মধ্য দিয়ে ভণ্ডুল করে দেওয়া হলো এবং খেলোয়াড়দেরও মানুষের এই আবেগ থেকে বঞ্চিত করা হলো। তারা কারণ হিসেবে দেখিয়েছে ঋতুপর্ণা ও মনিকা ভোরেই ভুটানের উদ্দেশে রওনা হবেন। কয়দিন সময় নিয়ে জনসাধারণকে যুক্ত করেও তো এই আয়োজন করা যেত। শ্রান্ত ক্লান্ত খেলোয়াড়দের বিশ্রামের সময় দিয়ে, তড়িঘড়ি না করে আয়োজনকে উপভোগ্য করা যেত।

আরও বলা হয়, মধ্যরাতের এই অভূতপূর্ব সংবর্ধনা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হয়েছে। কারণ, সেখানে ফুলের তোড়া আর কিছু ফাঁকা বুলি ছাড়া কোনো কিছু পরিলক্ষিত হয়নি। অথচ কত কিছু করার ছিল বাফুফের! ২০২৩ সালের মার্চে অর্থসংকটের অজুহাত দিয়ে মেয়েদের অলিম্পিক বাছাইয়ে পাঠানো হয়নি, যেটি হয়েছিল মিয়ানমারেই। এ বছর ৩০ জানুয়ারি কোচের বিরুদ্ধে বিদ্রোহের সময় তারা বেতনের আওতায়ও ছিলেন না। বেতনও পেয়েছেন অনিয়মিতভাবে। এখনো শীর্ষ খেলোয়াড়দের বেতন মাত্র মাসে ৫৫ হাজার টাকা। গত সাফ জেতার পর মেয়েদের দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে বলেছিল বাফুফে। কিন্তু আজ পর্যন্ত তা দেওয়া হয়নি। এমনকি সরকারের কাছ থেকে একুশে পদকের সঙ্গে পাওয়া চার লাখ টাকা অর্থ পুরস্কার ও চারটি আন্তর্জাতিক ম্যাচের ম্যাচ ফি তাদের দেওয়া হয়নি। এবার জিতে আসা নারী টিমের জন্যও কোনো পুরস্কার নেই। খেলোয়াড়রা পুরস্কারের জন্য খেলে না, দেশের জন্য খেলে। কিন্তু বাফুফের তো দায়িত্ব তাদের উৎসাহিত করার। তাদের খেলার পরিবেশ সহজ করে দেওয়ার, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আরও খেলা আয়োজন করার, কোচিং প্রক্রিয়াকে আধুনিক করার, দক্ষতাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্রের কোচ নিয়োগের ব্যবস্থা করার, বেতন কাঠামো বৃদ্ধি করার, বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার, প্রতিশ্রুত অর্থ পরিশোধ করার! অথচ তারা কিছু ফাঁকা বুলি আউড়ে দায়িত্ব শেষ করলেন।

তারা বলেন, সাফ জয়ের জোড়া সাফল্যের পরদিন বাফুফের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। ৬ মাস পরে গিয়ে আবার নতুন চুক্তি করা হয়েছিল। এই ৬ মাস তাদের জীবন কিভাবে চলেছিল, এই চিন্তাটুকু কি বাফুফের করার প্রয়োজন ছিল না? তিন ধাপে সেই চুক্তি নবায়ন করলেও খেলোয়াড়দের স্বস্তি ফেরেনি। আগের চুক্তিতে যাদের বেতন ছিল ৫০ হাজার টাকা, ৬ মাস পর তা হয়েছে ৫৫ হাজার টাকা। অর্থাৎ ৬ মাস বেতন না পাওয়া ১৩ জনের বেতন বেড়েছে মাত্র ৫ হাজার টাকা! চুক্তির শর্তে আবার আছে, কোনো ফুটবলার বিদেশে লিগ খেলতে গেলে তিনি কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বেতন পাবেন না। নতুন চুক্তিতে খেলোয়াড়দের মধ্যে বৈষম্যের চিত্র প্রকট। সাফ দলের বাইরে থাকা তরুণ খেলোয়াড়দের বেতন মাসে ১০ থেকে ২০ হাজার টাকা বাড়লেও সাফজয়ী দলের বেতন বিশেষ বাড়েনি। কোচ বাটলারের অধীনে খেলতে না চাওয়া ১৮ জনের প্রতি সমর্থন আছে এমন খেলোয়াড়দের বেতন না বাড়া এবং সমর্থন নেই এমন খেলোয়াড়দের বেতন বেড়ে যাওয়ার মতো ঘটনা হতাশাই তৈরি করছে। পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন বৈষম্য প্রকট। এখন নারী ফুটবলারদের মধ্যে বেতন নিয়ে এমন বৈষম্য করাটা কি ন্যায্যসঙ্গত? দেশে গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যহীন সমাজের জন্য। অথচ এরকম একটি প্রতিষ্ঠিত ক্ষেত্র এবং দেশের জন্য সম্মান বয়ে আনা খেলোয়াড়দের সাথেই এমন বৈষম্য চলছে।

অবিলম্বে এ বৈষম্য ও প্রহসন বন্ধ করে খেলোয়াড়দের ন্যায্য বেতন ও সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।


পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্বাধীন নন দেশের ৭৭ শতাংশ নারী Jul 08, 2025
img
অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে জাহাঙ্গীর কবির Jul 08, 2025
img
প্রথম পছন্দ ছিলেন নানি, শেষমেশ থাম্মুডু গেল নিথিনের হাতে Jul 08, 2025
img
পরিচালকের চেয়ার ছেড়ে অভিনয়ে অভিষান জীবিন্ত Jul 08, 2025
img
আনসার বাহিনীর দুই পরিচালক পদে রদবদল Jul 08, 2025
img
সাবেক গোয়েন্দা প্রধানের ব্যাংক হিসাব জব্দ Jul 08, 2025
img
নয় ঘণ্টা ঘুমিয়ে নয় লাখ টাকা জিতলেন তরুণী Jul 07, 2025
img
নীল ছবির জগৎ ছেড়ে ইসলাম ধর্মে জাপানের অভিনেত্রী Jul 07, 2025
img
মিরপুরে আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি, গ্রেফতার ৪ Jul 07, 2025
img
ইয়েমেনি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে জাহাজডুবির দাবি Jul 07, 2025
img
আসছে ‘রাতসাসান টু’, নিশ্চিত করলেন অভিনেতা বিষ্ণু বিশাল Jul 07, 2025
img
এনসিপিকে আমি সরকারি দলই বলি : মাসুদ কামাল Jul 07, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর। Jul 07, 2025
img
সারাদেশে বৃষ্টি থাকবে, কমবে দিনের তাপমাত্রা Jul 07, 2025
img
৩৬৭ রানে ইনিংস ঘোষণা, লারার রেকর্ড না ভাঙার কারণ জানালেন মুল্ডার Jul 07, 2025
img
রাজনীতির হিসাব বদলে যাচ্ছে : রনি Jul 07, 2025
img
কক্সবাজারে টানা বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দী Jul 07, 2025
img
যুক্তরাষ্ট্র-ফ্রান্স-তুরস্কসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর উদ্যোগ Jul 07, 2025
img
‘তারে জমিন পার’ পেরিয়ে ‘গেমারলগ’ দিয়ে দর্শিলের নতুন সফর শুরু Jul 07, 2025
img
২০ বছর বয়সে কেন কটাক্ষের শিকার হন গায়িকা নেহা? Jul 07, 2025