নীলফামারীর চার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে তাঁকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে গ্রেপ্তারের এই আদেশ দেওয়া হয়।
নীলফামারীতে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুইটি হত্যা মামলা রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা দায়ের হয়।
সূত্র মতে, নীলফামারী সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক মো. মোশাররফ হোসেনের আদালতে ভার্চ্যুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় নূরকে।
নীলফামারীর চারটি মামলার শোন অ্যারেস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকার বেইলি রোডের নওরতন কোলোনির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন। তিনি বলেন ‘আদালতে রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের পরিদর্শক হিসেবে আমি নিজে (জিন্নাত আলী), পরিদর্শক আশরাফ হোসেন এবং চার মামলার নীলফামারী থানার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলাম।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, নীলফামারী সদর থানার হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ভার্চ্যুয়ালি শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।