ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামীলীগ ও বিএনপির একই গাছের দুই ডাল। একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, এরা ( বিএনপি ও আওয়ামী লীগ) ৭০ ও ৭১ এর একইসঙ্গের লোক। দুই সাপের একই বিষ। শেখ সাহেব কী বলেছেন? সাড়ে ৭ কোটি বাঙালি ৮ কোটি কম্বল। আমার কম্বল নেই সেটাও চুরি হয়ে গেছে। শেখ সাহেব কী বলেছেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, তেলের খনি আমি পেয়েছে চোরের খনি। এই চোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দিবে? নেতাদের কোনো দোষ নেই। সব দোষ ভোটারদের।
তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম। ট্যাংকের সামনে ছিলাম। তাই দেশের প্রতি তার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দেশ নিয়ে দরদ নেই। যারা ঘড়ে ছিলেন তাদের দরদ আসবে না। যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, তাই ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব ও অধিকার আমাদের। যারা এসির মধ্যে ছিলেন তারা বড় কথা বলবেন না। এদেশে যারা রাস্তায় ছিলেন তারা কথা বলবে। যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে।
তিনি আরও বলেন, আমরা যদি রাস্তায় না থাকতাম তাহলে জেলখানা থেকে বের হতে পারতে না। আপনাদের ক্ষমতা সম্পর্কে জানা আছে।
আপনার নেত্রীর বালুর ট্রাক পর্যন্ত সরানোর ক্ষমতা রাখেন না। আপনার নেত্রীর বিদেশে চিকিৎসা দেয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না।
দাড়িযালা টুপিয়ালা, ছাত্র-জনতা, শ্রমিক, মজদুর, কামার,কুলি রাস্তায় থাকার কারণে আজ বড় কথা শিখেছেন, লুট করছেন, চাঁদাবাজি করছেন।
সমাবেশে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাহেদ রাহি উপস্থিত ছিলেন।
এমআর/টিএ