হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৩) সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ টাকারও বেশি।
আটককৃতদের নাম মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯)।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ০১ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।
তল্লাশির সময় হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট বলে জানা গেছে। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক দুইজন স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। তারা জানায়, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে এই স্বর্ণ বাংলাদেশে আনা হয় এবং শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে তারা তা গ্রহণ করে।
আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সম্প্রতি স্বর্ণ চোরাচালানের প্রবণতা বাড়ছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”