নোয়াখালীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যাসদৃশ্য পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে একদিনেই পানি ১৭ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে।
টানা বর্ষণে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলায়। এসব এলাকায় অনেকের বসতঘরে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় এ চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
জলাবদ্ধতার সবচেয়ে ভয়াবহ অবস্থা জেলা শহর মাইজদীতে। পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ অধিকাংশ এলাকার রাস্তাঘাট হাঁটুপানি ডুবে গেছে। নিচতলার ঘর ও কাঁচা বাড়িগুলোতেও পানি ঢুকে পড়েছে।
ফলে পৌর শহরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই নৌকা ও উঁচু গামলা ব্যবহার করে চলাচল করছেন।
জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
ইউটি/এসএন