জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা বিভিন্ন সময় বলে আসছি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি।
আমরা আজ দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।
বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।
নিজের মত প্রকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং অধিকারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন, আপনাদের দাবির সঙ্গে আমরা আছি।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের প্রধানতম লেজিটেমিসি হচ্ছে ছাত্ররা। বাংলাদেশের যেই প্রান্তে যাবেন এটা বলা হবে যে, এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা রেজিম চেইঞ্জ করেছে। ফলে ছাত্রদের ওপর মানুষের যে আস্থা, ইতিহাসে বারবার জনগণ এই আস্থা রেখেছে।
ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আমরা গণ-অভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। মানুষের জীবনের পরিবর্তন আনবে গণ-অভ্যুত্থান, রাষ্ট্র কাঠামোর সংস্কার আনবে।
এসময় দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ইবির সমন্বয়ক এস এম সুইটসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কেএন/টিএ