নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ৩০ জন দস্যু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান চালানো হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার নাসির মু’আযু।
তিনি বলেন, মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা ও সাবনলায়ি গ্রামে দস্যুরা একযোগে আক্রমণ করেন।
এই হামলার জবাবে পুলিশ, সামরিক ও বিমানবাহিনীর যৌথ অভিযান চালায়। তীব্র সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়। পালানোর সময় দস্যুদের ওপর বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন দস্যু নিহত হন বলে জানান কমিশনার মু’আযু।
এই অভিযানে একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। আরো একজন আহত বেসামরিক নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু দলগুলো ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার মানুষকে অপহরণ ও শত শত মানুষকে হত্যা করে নিরাপত্তাহীনতার এক পরিস্থিতি তৈরি করেছে।
এম কে