জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, জুলাই সনদ ঘোষণা ও সংবিধান পরিবর্তন জরুরি। জুলাই সনদ করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্ষা নেই। এজন্য দ্রুত জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এতেই জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত।
সেটা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু তারা বলে গণপরিষদ ভোট ছাড়া এটা সংবিধানে সংযুক্ত সম্ভব না। ফলে সংবিধান পরিবর্তন হতে হবে। বর্তমানে সংবিধান পরিবর্তন না হলে আওয়ামী লীগ থেকে যাবে।
শুক্রবার (১১ জুলাই) সকালে যশোরে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় যশোরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় সেল গঠন করা হবে। যেখানে ৬৪ জেলার প্রতিনিধিরা থাকবে।
তিনি বলেন, ‘প্রশাসন ও স্থানীয় সরকারে পরিবর্তন আনতে গেলে বিকল্প কে সেই কাজ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের রেখে কোনো কাজ করা সম্ভব না। ফলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলব এবং তাদের সরানো হবে। তাদের সরিয়ে শহীদ পরিবার ও আহতদের সেখানে বসানো হবে।’
মতবিনিময় সভায় এনসিপির দক্ষিণবঙ্গের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ নেতা উপস্থিত ছিলেন।
সভায় যশোরের ৪ শহীদ পরিবারের সদস্য ও ১৫ আহত অংশ নেন।
এমআর/টিকে