আনিসুল, সালমান ও মজুমদার রিমান্ড শেষে কারাগারে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ জুলাই রাজনৈতিক বনানী থানায় অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। দুইদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াদুল হক। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় মো. আমিন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় গত ২৭ জানুয়ারি সালমান এফ রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদুল ইসলাম। আমিন হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান ভিকটিম মো. আমিন। এ ঘটনার ভিকটিমের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার করা মামলায় নজরুল ইসলাম মজুমদারের গত ১২ ফেব্রুয়ারি পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পাঁচদিনের রিমান্ড শেষে আজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ।

ইমন হোসেন গাজী হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আনিসুল হক নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাদের ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন। গত ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।




ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার জানাজায় প্রাণ গেল ১ জনের Dec 31, 2025
img
ব়্যাঞ্চো-রাজু-ফারহানের ‘দোস্তি’ নিয়ে বিস্ফোরক মন্তব্য আমির-মাধবনের Dec 31, 2025
img
চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা Dec 31, 2025
img
সত্যিই কি হানিয়া আমির বিয়ে করছেন? Dec 31, 2025
img
প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা ২ হাজার টাকা, অধ্যাদেশ জারি Dec 31, 2025
img
প্রতারণার শিকার হয়েছেন কৃতি খারবান্দা Dec 31, 2025
img
জেলায় জেলায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা Dec 31, 2025
img
এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি! Dec 31, 2025
img
২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া Dec 31, 2025
img
খল চরিত্রে নজর কাড়লেন কারিনা কাপুর Dec 31, 2025
img
বার্ষিক আয় সাড়ে ৮ লাখ, দেড় কোটি টাকার সম্পদের মালিক আমির হামজা Dec 31, 2025
img
শাহরুখপুত্র আরিয়ানের প্রেমিকা, কে এই এই ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা? Dec 31, 2025
img
পরীক্ষায় ফেল কিম কার্দাশিয়ান, মন ভাল রাখতে কী করছেন? Dec 31, 2025
img
জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ Dec 31, 2025
img
নতুন লুকে নজর কাড়লেন নয়নতারা Dec 31, 2025
img
চুক্তিভঙ্গের অভিযোগে অক্ষয় খান্নার বিরুদ্ধে আইনি পদক্ষেপ Dec 31, 2025
img
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া Dec 31, 2025
img
খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়, এটা সবার ভাগ্যে জোটে না: ফারুকী Dec 31, 2025
img
দুবাইতে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ Dec 31, 2025
img
‘ব্যাটল অফ গালওয়ান’-এ অভিনয়ের জন্য কত নিচ্ছেন সালমান ও চিত্রাঙ্গদা? Dec 31, 2025