বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি অবস্থা জারিতে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের অপব্যবহারের সুযোগ ছিল। সেটি পরিবর্তন করে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব, প্রাকৃতিক দুর্যোগ এবং সাংবিধানিক সংকটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করার দাবি ছিল বিএনপির। অন্যান্য কিছু দল জ্যেষ্ঠতম বিচারককে নিয়োগের দাবি জানিয়েছে। সবশেষ ঐকমত্য হয়েছে জ্যেষ্ঠতম বিচারকের ব্যাপারে।
রোববার (১৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করার দাবি ছিল বিএনপির। অন্যান্য কিছু দল জ্যেষ্ঠতম বিচারককে নিয়োগের দাবি জানিয়েছে। সবশেষ ঐকমত্য হয়েছে জ্যেষ্ঠতম বিচারকের ব্যাপারে।
তবে এখানে প্রথম দুজনের মধ্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের মতামতের জন্য বিষয়টি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে পারবে রাজনৈতিক দলগুলো।
জাতীয় ঐকমত্য সৃষ্টি করার স্বার্থে বিএনপি একমত হয়েছে বৈঠকে। তত্ত্বাবধায়ক সরকার গঠনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে বিএনপি।