নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর থেকে ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী হত্যার দুই আসামিকে গ্রেফতার করে নিয়ে গেছে ডিবি পুলিশ।
রোববার (১৩ জুলাই) ভোরে জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা বটতলা চায়না মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে দুই সহোদর সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। সজীব ৭ নম্বর আসামি এবং রাজীব ১০ নম্বর এজাহার নামীয় আাসমি।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার ডিবি পুলিশের টিম তাদের গ্রেফতার করে। নেত্রকোনা জেলা পুলিশ তাদের সহায়তা করেছে। পালিয়ে থাকা দুজনকে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অবস্থানস্থল নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে।
এসএন