বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকার দাবি জানিয়েছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের অভিযোগ সদ্যবিদায়ী ড্যাব কমিটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবে বহু ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য চিকিৎসককে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী এবং চিকিৎসক সমাজের প্রতি অবিচার।
আসন্ন নির্বাচনকে ঘিরে রবিবার (১৩ জুলাই) বিএনপি সমর্থিত চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
দুপুর ১২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নিকডু, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন।
সভায় বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাবের করণীয় প্রসঙ্গে আলোকপাত করেন।
বক্তারা বলেন, ‘২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে, এ অপশক্তিকে রুখতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব।
স্বাগত বক্তব্য দেন ডা. মো. ওয়াসিম, কোষাধ্যক্ষ, ড্যাব, এনআইসিভিডি, নিকডু, এনআইএমএইচ শাখা। এ ছাড়া অন্যদের মধ্যে এন এন এম ড্যাবের সহসভাপতি ডা. নুরুন্নবী শাহ, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদ উল ইসলাম জন, ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এবিএম ছফিউল্লাহ, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্যসচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. বি গনি ভূঁইয়া বলেন, ‘সদ্যবিদায়ী ড্যাব কমিটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবে বহু ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য চিকিৎসককে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি বলেন, ‘এটি সরাসরি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী এবং চিকিৎসক সমাজের প্রতি অবিচার। আমরা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকার দাবিতে অনড় থাকব।’
ডা এ টি এম নুরুন্নবী শাহ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ড্যাব হবে অগ্রগামী সংগঠন। এই সংগঠনকে দিয়ে আমরা চিকিৎসকদের অধিকার ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ।’
ডা. একরামুল রেজা টিপু বলেন, ‘ক্রটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।’
কেএন/এসএন