সত্যিকারের গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ফরাসি রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

রোববার (১৩ জুলাই) রাতে ঢাকায় ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত মাসদুপুই।

রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার বিচক্ষণ এবং অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাতে অনেক বাধা আসবে। তবে সাহস ও দৃঢ় প্রত্যয় থাকলে বাধাগুলো কাটিয়ে ওঠা যাবে। তবে এই ক্রান্তিকালে ধৈর্যের দরকার হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্রান্সের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন ম্যারি মাসদুপুই। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে ফ্রান্সের প্রায় ১০০ বছর সময় লেগেছে। গণতন্ত্রের অর্থ স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং অন্তর্ভুক্তি। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাও সেই পথের ভিত্তিপ্রস্তর এবং অবশ্যই এগুলোকে ন্যায্য ন্যায়বিচারের সঙ্গে চলতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ফ্রান্সের চেয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে ফ্রান্সের চলমান বিভিন্ন প্রকল্প এবং দুর্নীতির কারণে সেগুলোর বাধাগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে বলেন, চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা ধৈর্য ধরার প্রয়োজনীয়তা বুঝতে পারি। আমাদের কিছু প্রকল্প পর্যালোচনাধীন রয়েছে, কারণ অত্যাধিক দুর্নীতি ছিল এবং এর বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা পক্ষে আমরা। আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে জনসংখ্যার বৃহত্তর সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেগুলা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। আমি বিশেষ করে, গন্ধর্বপুর এবং সায়েদাবাদের পানি শোধনাগারের কথা উল্লেখ করতে চাই, যা ঢাকার লাখ লাখ মানুষের জন্য পানীয় সরবরাহ করবে এবং চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় আমাদের অবদানও থাকবে।

তিনি বলেন, আগামী মাসগুলোতে আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে, স্যাটেলাইট ডেটার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বোঝার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করা। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ফ্রান্সের শিক্ষা সহযোগিতাও জোরদার হচ্ছে এবং ফ্রান্সে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারকে সমর্থন করতেও প্রস্তুত। অভিবাসীদের চাপ কমাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাসদুপুই বলেন, বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে। ইউরোপীয় দেশ হিসেবে ফ্রান্স একটি ন্যায্য, পারস্পরিক-উপকারী, নিয়ম-ভিত্তিক বাণিজ্যের পক্ষে। এই নীতির অধীনে ২০০১ সাল থেকে ইইউর শূন্য-শুল্ক নীতি থেকে বাংলাদেশ উপকৃত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি

সভাপতি-সম্পাদককে বহিষ্কারের পর এবার কমিটি স্থগিত Nov 08, 2025
img
মোহামেডানের সদস্য হতে লাগবে ১০ লাখ Nov 08, 2025
img
এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর: দীপিকা পাড়ুকোন Nov 08, 2025
img
জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, তারা ইসলাম না : আবুল কালাম Nov 08, 2025
img
ডলবি অ্যাটমস সাউন্ডে আসছে 'ব্যাকস্ট্রিট বয়েজের' 'ক্রিসমাস হিট' Nov 08, 2025
img
১৩ নভেম্বর ঘিরে উসকানি, অবৈধ কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর Nov 08, 2025
img
নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল : হাফিজ উদ্দিন Nov 08, 2025
img
মেয়ে বিশ্বকাপ জয় করায় চাকরি ফিরে পাচ্ছেন বাবা Nov 08, 2025
img
২০২৭-এ বিরতিতে যাবে আয়রন মেইডেন! Nov 08, 2025
img
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি ভালোভাবে চলবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর Nov 08, 2025
img
নেইমারকে দলে ফেরার টিপস দিলেন কোচ আনচেলত্তি Nov 08, 2025
img
বিএনপির হয়ে উত্তরা কেন্দ্রিক আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ Nov 08, 2025
img
গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান Nov 08, 2025
কেন আবারো মাঠে শিক্ষকরা? এ্যাকশনে পুলিশ Nov 08, 2025
ড. ইউনূসের শব্দচয়ন নিয়ে হুঙ্কার ভারতের Nov 08, 2025
অভিযান শুরু হতেই খাবার ঢেকে দিল ক্যান্টিন! মহসীন হলে চা'ঞ্চ'ল্য Nov 08, 2025
‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ Nov 08, 2025
মেয়াদোত্তীর্ণ ওষুধে চলছে ব্যবসা! মহসিন হলে হাতে-নাতে ধরা দোকান বন্ধ Nov 08, 2025
আবারও মাঠে শিক্ষকরা; প্রথম দিনেই এ্যাকশনে পুলিশ | Nov 08, 2025
নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি Nov 08, 2025