জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, চাঁদাবাজ যেখানে আছে আমাদের সংগ্রাম হবে সেখানে। আগামী দিনে যেন কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করতে না পারে। এ ব্যাপারে জিরো টলারেন্স। দলমত দেখে নয়, যেখানে চাঁদাবাজি করতে দেখা যাবে সেখানেই জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, যারা চাঁদাবাজি করতে গেলো, তারা তথাকথিত শিক্ষিত দাবিদার। কিন্তু তাদের চরিত্র ঠিক নেই। দেশে চরিত্রবান শিক্ষিত মানুষ প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের যে শিক্ষানীতি এটা মানুষের জন্য নয়, এটা পশুর জন্য। এখন মানুষ নামের পশু তৈরি করা হচ্ছে। এসময় ফেডারেশনের দাবির সাথে সহমত পোষণ করেন তিনি। সরকারকে আহ্বান জানান তাদের দাবি মেনে নিতে। শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দের দাবিও জানান তিনি।
এসময়, বেসরকারি ও এমপিওভুক্ত এবং কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানায় আদর্শ শিক্ষক ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে তাদের মূল দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত ২৫ দফা দাবি মেনে নিতে আহ্বান জানান বক্তারা।
ইউটি/টিএ