ভারতীয় উইং কমান্ডারকে আটক করা পাক সেনা কাশ্মীরে নিহত

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা  পাকিস্তান সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডার আহমেদ খান নিয়ন্ত্রণ রেখায় গুলিতে নিহত হয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে যান ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তখন তার বিমানটি ভূপাতিত করে পাকিস্তানি সেনারা। পরে প্যারাসুট দিয়ে ভূমিতে নেমে আসেন অভিনন্দন। তখন তাকে আটক করেন পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো ফোর্সের সুবেদার আহমেদ খানসহ অন্যরা।  

ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানায়, গত ১৭ আগস্ট নিয়ন্ত্রণ রেখার নকিয়াল রেঞ্জে ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সুবেদার আহমেদ খান নিহত হন।

অভিনন্দন বর্তমানকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে ছবি পাকিস্তান প্রকাশ করেছিল, সেই ছবিতে আহমেদ খানকে দেখা যায়।

 

টাইমস/এসআই

Share this news on: