জার্মান পার্লামেন্টে রংধনু পতাকা উত্তোলন নিষিদ্ধ

মার্চ মাসের শেষ থেকে বুন্ডেসটাগের প্রেসিডেন্ট হয়েছেন ক্লকনার। কূটনীতিকদের মতে, তিনি একাধারে লড়াকু, কিন্তু রক্ষণশীল৷ জার্মানির দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন ইয়ুলিয়া।

জার্মান আইনসভায় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীকের গুরুত্ব কতটা, সেই নিয়ে বিরোধী দল বামপন্থি ও গ্রিন পার্টির সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন জার্মানির পার্লমেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ইয়ুলিয়া ক্লকনার।

তিনি রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস বা সিডিইউ দলের শীর্ষ নেত্রী। বর্তমানে তার ওপরেই সংসদের প্রশাসনিক কাজকর্মের দায়িত্বভার। সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত প্রাইডের রংধনু পতাকা সরানো নিয়ে। এই পতাকা এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের গৌরবের প্রতীক। ক্লকনারের স্পষ্ট নির্দেশ, সংসদীয় সব দপ্তর থেকে সমস্ত রংধনু পতাকা সরিয়ে ফেলতে হবে।

সংসদে কোনও প্রতীক বা পতাকা প্রদর্শন মূলতঃ নিষিদ্ধ। সংসদীয় মুখপাত্রের কথায়, অফিসের জানালায় প্রদর্শিত গৌরবের এই পতাকা বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায়, যা নিয়মের পরিপন্থি।

বাস্তবিকই এই নিয়মটা আছে। বুন্ডেসটাগের নিয়মাবলীর ৪ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে যে, “জার্মান বুন্ডেসটাগের যে দপ্তরগুলোতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন, এবং যেসব দপ্তর বাইরে থেকে দেখা যায় সেসবের দরজা, দেয়াল, জানালা কোথাও কোনও নোটিশ, পোস্টার, প্রতীক বা স্টিকার লাগানো চলবে না।” অতীতে অবশ্য পতাকা টাঙানোয় অনুমোদন ছিল; কিন্তু ইয়ুলিয়া এখন পতাকার বিরুদ্ধেও খড়্গহস্ত। বামদলের সদস্য স্টেলা মেরেডিনো ডয়চে ভেলেকে জানিয়েছেন, বুন্ডেসটাগে তার দপ্তরে রংধনু পতাকা টাঙানো ছিল বলে ফেডারেল পুলিশে খবর দেওয়া হয়েছিল৷

মার্চ মাসের শেষ থেকে বুন্ডেসটাগের প্রেসিডেন্ট হয়েছেন ক্লকনার। আগে তিনি কৃষিমন্ত্রী ছিলেন। কূটনীতিকদের মতে, তিনি একাধারে লড়াকু, কিন্তু রক্ষণশীল। জার্মানির দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন ইয়ুলিয়া। তার অন্যতম দায়িত্ব বুন্ডেসটাগের সেশনগুলি যতদূর সম্ভব নিরপেক্ষ ভাবে পরিচালনা করা। যাতে বিতর্ক ও আলোচনাগুলো যুক্তি-সহকারে সামলানো যায়।

পাশাপাশি, বুন্ডেসটাগের সম্পূর্ণ প্রতিনিধিত্বের দায়িত্বও তার। অথচ, এই ইয়ুলিয়াই পরিচিত বামেদের ও গ্রিন পার্টির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার জন্য। শুধু তাই নয়, তার মন্তব্যের নিশানায় এসেছেন সোশ্যাল ডেমোক্র্যাটস দলের সদস্যরাও। অথচ, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও সোশ্যাল ডেমোক্র্যাটস হাতে হাত মিলিয়ে দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করে।

জার্মানির ঐতিহ্যবাহী ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে'-তে বুন্ডেসটাগের উপর গৌরবের পতাকা উত্তোলনের বিরোধিতা করার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন ক্লকনার। এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ডেপুটি, এবং তাদের মিত্রদের ক্ষোভের মুখে পড়েন তিনি। ২০২২ সাল থেকে এই পতাকা উত্তোলন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। যদিও ক্লকনারের দাবি, তিনি নিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাই জন্যই এই বিরোধিতা। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, এর মধ্যে হালকা রক্ষণশীল মনোভাবের ইঙ্গিত দেখা গেলেও সেটা খুব একটা আশ্চর্যের বিষয় হবে না।

জানা গেছে, এখন থেকে ১৭ মে উত্তোলিত হবে গৌরবের পতাকা। ওই দিন ‘আন্তর্জাতিক হোমোফোবিয়া, বাইফোবিয়া ও ট্রান্সফোবিয়া বিরোধী দিবস'। ২০২৫ সালে ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে' পড়েছে ২৬ জুলাই। কিন্তু এ বছর ওই দিন বুন্ডেসটাগের উপর কোনও পতাকা উড়বে না। এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের স্বাক্ষরিত একটি আবেদনও ক্লকনারের সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয়নি।

বিরোধী দল ও সমালোচকদের দাবি, এলজিবিটিকিউ+ সম্প্রদায় সমাজে যে যে প্রতিকূলতার সম্মুখীন হয়, তা বুঝতে ক্লকনার ব্যর্থ। গ্রিন পার্টির সদস্য লামিয়া কদ্দোর জানিয়েছেন, ক্লকনার নিরপেক্ষ হওয়ার নামে মূলত রক্ষণশীল ধ্যান-ধারণা নিয়ে চলেন। তার দাবি, “এটা এমন এক সময় যখন এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মানুষ ও সামাজিক ঔদার্যের উপর ক্রমাগত হামলা চলছে। এখন নিরপেক্ষতার আনুষ্ঠানিক ধারণা কিছুতেই বহন করতে পারি না আমরা। সকল মানুষের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করাই একজন রাজনীতিবিদের দায়িত্ব।”

তাৎপর্যপূর্ণ ভাবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস-ক্লকনারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সম্প্রতি সরকারি গণমাধ্যম এআরডি-র একটি টক শো-তে তার বিতর্কিত মন্তব্য, “বুন্ডেসটাগ সার্কাসের তাঁবু নয়।” বিপুল ভাবে বিতর্কের সৃষ্টি করে। যদিও সম্প্রতি এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের সমর্থনে বার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, “এলজিবিটিকিউ+ মানুষেরা যাতে একটি নিরাপদ ও সুস্থ জীবন যাপন করতে পারেন, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।” সমকামী মানুষদের প্রতি আক্রমণের বিরুদ্ধেও সরব হন তিনি৷ যদিও বিরোধীদের সমালোচনার তীব্রতা কমেনি৷

তবে একটু অন্য রকম কথা বলেছেন ক্লকনারের এক জন ডেপুটি। বলা চলে, ক্লকনারের মতো তার ডেপুটিরাও নতুন কাজে যোগ দিয়েছেন। তাদেরই একজন, সোশ্যাল ডেমোক্র্যাট-এর জোসেফাইন অর্টলেব জার্মানির ‘ডি সাইট' পত্রিকাকে বলেন, তার দফতরে একটি গৌরবের পতাকা টাঙানো রয়েছে। তার দাবি, “এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের প্রতীককে দমনকরা হচ্ছে, বিষয়টি তা নয়।” জোসেফাইন, গ্রিন পার্টির ওমিদ নৌরিপোর এবং ক্লকনারের আর এক জন ডেপুটি এই বছর ২৬ জুলাই বার্লিনে বক্তৃতা দেবেন। তবে, গৌরবের প্যারেডে এ বছর বুন্ডেসটাগের কোনও সজ্জিত গাড়ি বা প্ল্যাটফর্ম থাকবে না; তার কারণ, ক্লকনার সেটাও নিষিদ্ধ করেছেন।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
কেন আরশ খানের সঙ্গে নাটক করা বন্ধ করেছেন তাসনুভা তিশা! Nov 10, 2025
img
শেষ সফল জুটি আমরাই, দর্শকের কাছে ক্রেজ আলাদা : বাপ্পী চৌধুরী Nov 10, 2025
img
দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত: মির্জা ফখরুল Nov 10, 2025
img

২০২৫-২৬ শিক্ষাবর্ষ

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি Nov 10, 2025
রিকশাচালকের দৈনিক আয় ১ হাজার টাকা, শিক্ষকের মাসিক বেতন মাত্র সতেরো হাজার! Nov 10, 2025
img
প্রথমবারের মতো বাপ্পা মজুমদারের সঙ্গে মঞ্চে গাইলেন মেহজাবীন মেহা Nov 10, 2025
img
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, যানবাহনে আগুন Nov 10, 2025
img
নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: মির্জা ফখরুল Nov 10, 2025
img
‘যেটা বলেছি, সঠিক বলেছি’, নিজের বক্তব্যে শক্ত অবস্থান আসিফের Nov 10, 2025
img
কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন: শরিফ ওসমান হাদী Nov 10, 2025
‘গতবারের চেয়ে বেশি ম্যাচ জিততে চাই’ Nov 10, 2025
img
রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করল সরকার Nov 10, 2025
ড. ইউনূসের প্রধান উপদেষ্টা হবার মতো ডেডিকেশন নেই: তারেক Nov 10, 2025
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার Nov 10, 2025
লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তির পথে সাবেক মন্ত্রী Nov 10, 2025
img
প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্তের ছেলে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী সংযুক্তাকে Nov 10, 2025
img
প্রবাসীদের ব্যালট সময়ে না পৌঁছালে গণনায় নেওয়া হবে না: ইসি Nov 10, 2025
img
সত্য আর সাহসের মিশেলে তামান্না ভাটিয়ার নতুন পথচলা Nov 10, 2025
img
আইভীর মুক্তিতে বাধা, নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট আদেশ Nov 10, 2025
img
দীর্ঘদিন ধরে কাজ করেও সুপারস্টার শব্দটি শুনতে পাইনি : শাকিল খান Nov 10, 2025