প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, জনসংখ্যার বড় অংশ তরুণ এটা জাতির জন্য সুবর্ণ সময়। এই সুযোগকে কাজে লাগিয়ে জাতিকে এখন সামনে এগিয়ে নেয়ার মোক্ষম সময়।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় উপনীত হওয়ায় আমাদের সামনে চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। তা থেকে তরুণরা সামনে থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করবে।
জ্ঞানের দক্ষতা-উৎকর্ষতা তরুণ ও যুবকদের মধ্যে বাড়াতে হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা তরুণদের প্রতি আশাবাদী এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তরুণরাই আগামী দিনের আশা।
এমআর/টিকে