রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটাও জানিয়ে দিলেন‘আমি হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি।’
বিবিসিকে দেয়া ২০ মিনিটের এক্সক্লুসিভ ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি প্রায় কারো ওপরই ভরসা করি না। পুতিনের ওপর আস্থা আছে কিনা জানতে চাইলে এই উত্তর দেন তিনি।
ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং হুঁশিয়ার করেছেন ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না এলে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরও কঠোর হবে।
ওভাল অফিস থেকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে চারবার মনে হয়েছিল একটা চুক্তি হতে যাচ্ছে। কিন্তু তারপরই সে কিয়েভে একটা একটা করে ভবন গুঁড়িয়ে দেয়।
ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলায় বেড়েছে বেসামরিক হতাহত। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। খুব ভালো একটা আলোচনা হবে। মনে হবে চুক্তি প্রায় পাকা, তারপরই সে আবার হামলা চালায়।
ন্যাটো নিয়ে এক সময়ের কড়া সমালোচক ট্রাম্প বলেন, এখন ন্যাটো আর অপ্রয়োজনীয় নয়। তারা নিজেদের খরচ নিজেরাই দিচ্ছে। এটা ভালো দিক। তিনি জানান, ছোট দেশগুলো যাতে বড় শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারে, তার জন্য সম্মিলিত প্রতিরক্ষা নীতিকে তিনি এখন সমর্থন করেন।
ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেনের নেতারা তাকে এখন সম্মান করে এমনটাও দাবি করেন ট্রাম্প। বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার মতো প্রতিভা তাদের চোখে পড়েছে।
বিবিসির এক প্রশ্নে, বিশ্বনেতারা কি আপনার সঙ্গে বাড়িয়ে বলেন? ট্রাম্পের জবাব, না, তারা শুধু ভদ্রতা করছেন।
এমকে/টিকে