আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কার্যালয়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ডিএমপি কার্যালয়ে যান তারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠক শেষে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন বিষয়ে ব্রিফ করবেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্যরা হলেন— কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
ডিএমপির পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করছেন নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ক্রাইমস অ্যান্ড অপারেশন। এছাড়াও সভায় আছেন মো. শহীদুল্লাহ, যুগ্ম কমিশনার অপারেশ, গৌতম কুমার বিশ্বাস, উপ-পুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক ও মাসুদ আলম, উপ-পুলিশ কমিশনার(ডিসি), রমনা বিভাগসহ সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।