রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে ১০ লাখ লোকের সমাগম হবে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এই দাবি করেন।
জুবায়ের বলেন, ‘সাত দফা দাবি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ আয়োজিত হবে। ডিএমপির সহায়তায় সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা রকছি।’
নিরাপত্তার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যখন যেটা প্রয়োজন, পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সমাবেশে আসা-যাওয়া, নিরাপত্তা নিশ্চিত করাসহ ট্রাফিক ব্যবস্থা সুন্দর ও শান্তিপূর্ণ হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সবার যোগাযোগের নম্বর ডিএমপিকে দেওয়া হয়েছে।’
জুবায়ের বলেন, ‘সমাবেশ বাস্তবায়নসহ শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা, সিনিয়র নেতৃবৃন্দের যাতায়াত, গাড়ি ঢোকা-বের হওয়া, পার্কিং ব্যবস্থাপনাসহ সবকিছুর জন্য ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আমরা আশা করছি ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে সমাবেশে। এখন পর্যন্ত বিপুল সাড়া পাচ্ছি। শুধু ১০ হাজারের মতো বাস আসবে। এ ছাড়া, ট্রেন, লঞ্চ তো আছেই। আশা করছি ১০ লাখের বেশি জনসমাগম হবে।’
বিএনপিকে সমাবেশে দাওয়াত দেয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সব রাজনৈতিক দলকেই দাওয়াত দেয়া হবে।’
কেএন/এসএন