সংস্কার ও জুলাই সনদের কথা বলে দেশে হট্টগোল লাগিয়ে দেয়া হচ্ছে। এটি নির্বাচন বন্ধ করার কৌশল। ভিন্নমত পোষণ করেও সহনশীল হওয়া যায়। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও দেশ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের দিন ঠিক হওয়ায় কিছু দলের সমস্যা হয়েছে। তারা ভেবেছিল অনন্তকাল নির্বাচনহীনভাবে চলবে। নির্বাচন পেছালে গুটিকয়েক ছোট গোষ্ঠী লাভবান হলেও জনগণের ক্ষতি হবে। ভোট অনুপস্থিত থাকলে প্রতিনিধিত্বের কোনো দায় বা জবাবদিহিতা থাকে না।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তনকে ধারণ করতে হবে। যেসব রাজনৈতিক দল বা নেতা তা পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই।
লুটপাটের পরেও শেখ হাসিনার দল দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করতে পারেনি। এখান থেকে আবার পুনরুদ্ধার সম্ভব। বিএনপি সরকারে গেলে কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে।
এসএন