আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে, এদের চিনে রাখাটা আগামীর রাজনীতির বোঝাপড়ার জন্য জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দেখেন কিভাবে ‘নিষিদ্ধ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে ‘সাধারণ সমর্থকদের মানবাধিকার হরণ’ হিসেবে দেখানোর চেষ্টা করা হলো। এটা মুজিববাদী সন্ত্রাসীদের পক্ষে বয়ান উৎপাদনের রাজনীতি। আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। এদের চিনে রাখাটা আগামীর রাজনীতির বোঝাপড়ার জন্য জরুরি।’
বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ মন্তব্য করেন।
এসময় তিনি মুজিববাদী রাজনীতির দুটি ধারা বিদ্যমান বলে জানান।
আসিফ মাহমুদ লেখেন,
১. রক্ষীবাহিনী—যাদের গোপালগঞ্জে অস্ত্র, ককটেল নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করতে দেখা গেছে।
২. কালচারাল এবং ইন্টেলেকচুয়াল—যারা এই সন্ত্রাসীদের ভিক্টিম হিসেবে বয়ান উৎপাদনে নেমেছে। (অর্থের কাছে বিক্রি হওয়া কিংবা মুজিববাদী কালচারাল ফার্মে বড় হওয়া)
এফপি/টিএ