জুলাই ঘোষণাপত্রসহ ৬ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল

জুলাই ঘোষণাপত্র, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের দাবি ও গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কফিন মিছিল করেছে জুলাই ঐক্য। বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর সায়েন্সল্যাব সিটি কলেজের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জাতীয় পতাকা মোড়ানো কফিন নিয়ে রাত সাড়ে ৮টার দিকে মিছিল শুরু হয়। মিছিলে ‘মুজিববাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোপালগঞ্জের গোপালীরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘জুলাই ঐক্যের দরকার, বিচার সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ জুবায়ের বলেন, এই কফিন আমাদের প্রতিবাদের প্রতীক, গত বছরের এই দিনে স্বৈরাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের শহীদ আবু সাঈদেরা জীবন দিয়েছিল। আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের বীরদেরকে স্মরণ করছি। একই সাথে আমাদের বীরেরা যেই কারণে জীবন দিয়েছে, একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমরা এটিকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও শহীদদের যে চাওয়া পাওয়া ছিল বাংলাদেশকে নিয়ে, সেটি এখনো পূরণ হয়নি। অবলিম্বে সে সব বাস্তবায়নের জন্য দাবি জানাই।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আজকে গোপালগঞ্জে খুনি আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। সেখানে পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এক বছর আগে যখন আমাদের ভাইয়েরা অধিকারের জন্য রাস্তায় নেমেছিল, তখন তারা মরণাস্ত্র ব্যবহার করেছিল। অথচ একই পুলিশ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।

আব্দুল্লাহ জুবায়ের বলেন, হাসিনা চলে গেলেও হাসিনার পুলিশদেরকে জায়গায় জায়গায় বসিয়ে রেখেছে। অধিকাংশ পুলিশ গোপালগঞ্জের, অধিকাংশ পুলিশ সেই হাসিনার। এইসব আওয়ামী পুলিশ দিয়ে আপানারা দেশ চালাতে পারবেন না। অবলিম্বে জুলাই অভ্যুত্থানে চাওয়া-পাওয়া পূরণ করুন।

মিছিল শুরুর আগে জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক বলেন, আমরা দেখছি গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত কোনো সংস্কার দেখছি না। প্রশাসন, গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। সরকারের কোনো কাঠামো ঠিকভাবে কাজ করছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাচ্ছি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করুন।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা বলয়ে গোপালগঞ্জ জেলা কারাগার Jul 17, 2025
img
হরভজনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শেখ মেহেদী Jul 17, 2025
img
প্রেমে ফের ভাইরাল নিক-প্রিয়াঙ্কা Jul 17, 2025
img
বিয়ের ঘন্টা বাজল সেলেনা গোমেজের! Jul 17, 2025
img
ঋত্বিকের অশ্লীল ভিডিও ভাইরাল, ছুটলেন থানায় Jul 17, 2025
পুলিশ সুপারের সহযোগিতায় চিকিৎসা পেল সামিয়া Jul 17, 2025
img
বার্সায় মেসির ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের গায়ে Jul 17, 2025
img
মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ আটক ৩৫ অভিবাসীকর্মী Jul 17, 2025
img
সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙার উদ্যোগে ক্ষুব্ধ অনুপমা Jul 17, 2025
img
৬০ পেরিয়ে সন্তান না থাকার শূন্যতার কথা বললেন অনুপম Jul 17, 2025
img
পাকিস্তানি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য Jul 17, 2025
img
টেকসই রেটিং পেল ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান Jul 17, 2025
img
ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ড, নিহত ৫০ Jul 17, 2025
img
বাবার পথেই শোরা, ১৫ বছরেই নজর কাড়ল অভিনয়ে Jul 17, 2025
img
ফুটসাল ট্রায়াল ঘিরে বাংলাদেশে আসছেন বিদেশি কোচ Jul 17, 2025
img
১৭ জুলাই ২০২৪: কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে Jul 17, 2025
img
মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথর বিক্রি ৪.৩ মিলিয়ন ডলারে! Jul 17, 2025
img
লয়েড-ভিভ-লারার ‘ক্রাইসিস সামিট’ Jul 17, 2025
img
শহীদ পরিবারের জন্য এককালীন অনুদান হচ্ছে, ভাতাও হবে : ফারুক-ই-আজম Jul 17, 2025
img
কোকে আখের চিনি ব্যবহারের পরামর্শ ট্রাম্পের Jul 17, 2025