জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, সেনাবাহিনী যদি প্রটেকশন না দিত তাহলে এনসিপি নেতাদের জীবনহানি ঘটে যেতে পারত। এ রকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না। যার কারণে তারা আকস্মিক একটা পরিস্থিতির মধ্যে পড়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এসে তিনি এসব কথা বলেন। মোস্তফা ফিরোজ বলেন, ৫ আগস্টের পরবর্তী ঘটনার পরে একটা লম্বা সময়ের ব্যবধানে এটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা। এ ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিল।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করল উল্লেখ করে ফিরোজ বলেন, সেখানকার সাধারণ জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত, তাদের একটা আলাদা ক্ষোভ থাকতে পারে এনসিপির প্রতি। তবে সেই ক্ষোভটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল।
ফিরোজ আরো বলেন, যেকোনো কিছুর প্রতিবাদ গণতান্ত্রিকভাবে হতে পারত। তারাও আলাদাভাবে একটা সমাবেশ করতে পারত। কিন্তু সেটা না করে তাদের যেই ধরনটা দেখলাম, সেটা হচ্ছে একেবারেই তাদের আক্রান্ত করা।
ইউটি/টিএ