আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর বিচারকরা বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করেছেন। আদালত গাজা যুদ্ধের বিষয়ে আইসিসির বিচারিক এখতিয়ার নিয়ে ইসরায়েলের আপত্তি পর্যালোচনার সময়েও এই সিদ্ধান্ত দিয়েছেন।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সিদ্ধান্তে বিচারকরা ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ তদন্ত স্থগিত করার ইসরায়েলি আবেদনও নাকচ করে দিয়েছেন।
২০২৩ সালের ২১ নভেম্বর আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গাজা সংঘাতের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইসিসি জানায়, ইব্রাহিম আল-মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত, তার মৃত্যুর বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।
ইসরায়েল হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে। তারা দাবি করছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া তাদের সামরিক অভিযান কেবল হামাসকে নির্মূল করতেই পরিচালিত হচ্ছে। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্টের বিরুদ্ধেও তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
পিএ/এসএন