এবার গোপালগঞ্জের ঘটনায় সরব হয়েছেন সোহেল তাজ। তার মতে, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হওয়া হামলার নেপথ্যে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হত্যার চেষ্টা। ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে এমন অভিযোগ তোলেন তিনি।
পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমি মনে করি ১৬ জুলাই ২০২৪ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন’। সোহেল তাজ তার পোস্টে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে নাহিদ, সার্জিস, হাসনাত আর তাসনিম জারার নামও উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, ‘আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে, ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মত সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে।
এসএন