নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সন্ধ্যায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা। পদযাত্রার জন্য এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা সভাস্থল প্রস্তুত করছেন। এই সভাকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলাসহ শহরের নিরাপত্তার জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
এনসিপির মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান বলেন, পূর্বনির্ধারিত নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ধ্যায় ৭ টায় জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে কেন্দ্রীয় নেতাদের পথসভা হবে। তবে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে উদ্ভুত পরিস্থিতির কারণে সভা শুরু হতে কিছুটা বিলম্ব হবে।
তিনি বলেন, সভাস্থলে মঞ্চ তৈরিসহ সাউন্ড-সিস্টেমের কাজ চলছে। সংশ্লিষ্ট প্রশাসন জেলা শহরে নিরাপত্তা জোরদার করেছে। আশা করছি কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সফলভাবে পদযাত্রা শেষ হবে।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, এনসিপির পথসভাকে ঘিরে জেলাসহ শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, আজ দুপুরে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে রাজবাড়িতে পদযাত্রা শেষে সন্ধ্যায় মানিকগঞ্জে শুরু হবে পদযাত্রা।
এমকে/টিএ