ইরানকে পারমাণবিক শক্তি বানাতে চীনের বড় ঘোষণা

মাত্র ক’দিন আগেই পশ্চিমা হুমকির মুখে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল চীন। এবার সেই বন্ধুত্বকে আরও একধাপ এগিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দিল বেইজিং। এমনকি প্রয়োজনে যে কোনো পশ্চিমা চাপ বা হুমকির বিরুদ্ধেও ইরানকে রক্ষার বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 ইরানে পৌঁছে গেছে, এবং ভবিষ্যতে J-10C যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনাও উড়ে যাচ্ছে না।

চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচীর সঙ্গে এক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পরমাণু কর্মসূচি ও দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব। বৈঠকে ওয়াং ই বলেন, “ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা, বলপ্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ও বৈধ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারকে চীন সমর্থন করে।"

তিনি আরও বলেন, “পারস্পরিক সম্প্রীতি এবং প্রতিবেশনীতিতে অটল থেকে ইরানকে সহায়তা করে যাবে বেইজিং। আমাদের লক্ষ্য হলো ইরান-চীন সম্পর্ককে আরও গভীর করে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যাওয়া।”

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এই সদস্য বলেন, “কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা জোরদার করাই আমাদের অঙ্গীকার। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধ অধিকার রয়েছে, আমরা সেটিকে সম্মান করি।”

উল্লেখযোগ্যভাবে, আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারে না ইরান। তবে সেই নিষেধাজ্ঞার ফাঁক গলেই চীন ইরান থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে, যার বিনিময়ে বেইজিং সরবরাহ করে আধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র।

এই কৌশলগত বিনিময়ের ফলে, নিষেধাজ্ঞার জালে থেকেও ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। এখন যদি দেশটি পারমাণবিক কর্মসূচিতে সফল হয়, তবে তা ইরানকে সুপারপাওয়ারের কাতারে পৌঁছে দিতে পারে—এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এবং সেই ‘লাভের হিস্যা’ থেকে বাদ যাবে না চীনও।

অন্যদিকে, পরমাণু আলোচনায় চীনের এই ‘অভয়’ পেয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির পদক্ষেপ নেবে না। তবে শান্তিপূর্ণ এবং বৈধ পারমাণবিক অধিকার থেকে আমরা সরে আসবো না।”

তিনি আরও জানান, “সমতার ভিত্তিতে সব পক্ষের সাথেই আলোচনায় বসতে আমরা প্রস্তুত। চীনের সাথে ভবিষ্যতে আরও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।”
বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান-চীন সম্পর্ক কেবল কৌশলগত নয়, বরং বৈশ্বিক শক্তি ভারসাম্যে বড় ধরনের রদবদলের ইঙ্গিতও দিচ্ছে। আর এই দ্বিপাক্ষিক বন্ধুত্ব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হতে চলেছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনেতাকে ঘিরে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি Sep 15, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে সামান্য Sep 15, 2025
img
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে Sep 15, 2025
img
কোলেস্টেরল নিয়ন্ত্রণে দেশি সবজি, কমাবে হৃদরোগের ঝুঁকি Sep 15, 2025
img
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারাল ৩ Sep 15, 2025
img
বরগুনায় ইউপি সদস্যের মুরগির খামার থেকে ৬২ বস্তা সার জব্দ Sep 15, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প আয়োজন Sep 15, 2025
img
ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয় Sep 15, 2025
img
মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ Sep 15, 2025
img
ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Sep 15, 2025
img
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন উন্মুক্ত হচ্ছে আজ Sep 15, 2025
img
কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর : ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা Sep 15, 2025
img
ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ : আফরোজা খানম Sep 15, 2025
"বাংলাদেশকে মেনে নিয়ে আমরা রাজনীতি করছি" Sep 15, 2025
"দলের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে আমরা আশাবাদী" Sep 15, 2025
যেভাবে শুরু হয় ঐকমত্য কমিশনের যাত্রা, জানালেন আলী রিয়াজ Sep 15, 2025
একদিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও ৫ দিন Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
"জাতীয় সনদ নয়, নাম হতে হবে জুলাই সনদ" Sep 15, 2025