টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একদিনে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৩শ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ বলছে, গত এক মাসে এ নিয়ে বন্যায় দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে ১৬০ এ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে– পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভবন ধসে চাপা পড়ে এই প্রাণহানি হয়।
বৃষ্টির কারণে পাঞ্জাব প্রদেশের একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে। বাতিল করা হয়েছে ফ্লাইট। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয় প্রদেশের চকওয়াল শহরে। মাত্র এক দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় জানান, একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার জন্য।
দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়।
এসএন