দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হুমকি পাওয়ার পর পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠানে ওই হুমকি দেওয়া হয়েছে।

পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত তিন দিনের মধ্যে দিল্লির প্রায় ১০টি স্কুল ও একটি কলেজ একই ধরনের হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে— সেন্ট থমাস স্কুল (দ্বারকা), ভাসন্ত ভ্যালি স্কুল (ভাসন্ত কুঞ্জ), দ্য মাদারস ইন্টারন্যাশনাল স্কুল (হাউজ খাস), রিচমন্ড গ্লোবাল স্কুল (পশ্চিম বিহার), সরদার প্যাটেল বিদ্যালয় (লোধি এস্টেট)।

বৃহস্পতিবার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলে বলা হয়: “আমি জানাতে চাই, আমি স্কুল ক্লাসরুমে কয়েকটি বিস্ফোরক (ট্রাই নাইট্রো টলুইন) স্থাপন করেছি। সেগুলো খুব কৌশলে কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। আমি পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলব। কেউ বাঁচবে না।”

ই-মেইলটিতে আরও বলা হয়, “তোমরা সবাই যন্ত্রণা পাওয়ারই যোগ্য। আমি জীবনটাকে ঘৃণা করি। এই খবর দেখার পর আত্মহত্যা করব... আমার গলা আর কবজি কেটে ফেলব। মানসিক সমস্যায় আমি কখনো সাহায্য পাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা কখনো সত্যি সাহায্য করেনি। তারা কেবল ওষুধ দেয়, যা শরীর নষ্ট করে দেয়। আমিই প্রমাণ— এসব ওষুধ কাজ করে না।”
পুলিশ জানায়, ই-মেইলের ভাষা অত্যন্ত বিপজ্জনক, সহিংস এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তির লেখা বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার সরদার প্যাটেল বিদ্যালয়ে হুমকির পর পুলিশের পরামর্শে সেটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। ই-মেইলে অভিভাবকদের জানানো হয়, “আজ সকালে সম্ভাব্য বোমা হামলার হুমকির কারণে এবং পুলিশের পরামর্শে স্কুল বন্ধ থাকবে। বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো ভবন পরীক্ষা করছে।”

এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজেও একদিন আগে এমন হুমকি আসে। কলেজ কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে বলা হয়েছিল— লাইব্রেরিতে বোমা রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানগুলো ঘিরে রেখে বিস্তৃত তল্লাশি চালানো হলেও কোথাও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এদিকে গত সোমবারও দিল্লির চানক্যপুরী ও দ্বারকা এলাকার দুটি স্কুলে একইভাবে ই-মেইলে বোমার হুমকি দেওয়া হয়েছিল। সেসব ক্ষেত্রেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশ বলছে, এই হুমকিগুলো একটি সংগঠিত প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ই-মেইলগুলোর সোর্স শনাক্তে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্য কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এমন হুমকির খবর জানায়নি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দলীয় অনুশীলন না হলেও মিরপুরে একাই ঘাম ঝরালেন নাঈম শেখ Jul 18, 2025
img
প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে ‘রেখা’ ভেবেছিলেন প্রযোজক! Jul 18, 2025
দ্রুজদের সুরক্ষার অজুহাতে সিরিয়ায় নেতানিয়াহুর দেশের অভিযান Jul 18, 2025
img
মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্যে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি Jul 18, 2025
img
হাসিনা সরকার কখনোই কল্পনা করেনি যে রাজনীতির বাইরে থাকা তরুণরাই একদিন সামনে এসে দাঁড়াবে: মির্জা ফখরুল Jul 18, 2025
img
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে লরেন ড্রেয়ারের প্রশংসা Jul 18, 2025
img
দীঘি প্রতি মাসে কত আয় করেন? Jul 18, 2025
img
অর্থ ছাড় বন্ধ, বাড়তি খরচে বিপাকে পদ্মা রেল প্রকল্প! Jul 18, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল : আশরাফুল হুদা Jul 18, 2025
img
‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, মায়ের ভূমিকায় থাকছেন মৌ Jul 18, 2025
img
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ Jul 18, 2025
img
২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য, ক্রয়ের সময় ও নিয়ম Jul 18, 2025
img
১৮ জুলাই পতন শুরু, ৫ আগস্ট ছিল কেবল আনুষ্ঠানিকতা: মির্জা ফখরুল Jul 18, 2025
আ.লীগকে ফিরতে দেব না, সোহেল তাজের নামেও নয়: ফুয়াদের হুঙ্কার Jul 18, 2025
img
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, চুক্তি ৩ বছর Jul 18, 2025
img
মুক্তি পেল দুই সিনেমা, একটি ঢাকার এবং অন্যটি নেপালের Jul 18, 2025
img
ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি বিএনপির Jul 18, 2025
img
অপরাধ করেছেন শেখ হাসিনা, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির Jul 18, 2025
img
এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই: ধর্ম উপদেষ্টা Jul 18, 2025
img
রণবীর-শ্রীলীলা-ববির অনামা ছবিকে ঘিরে নির্মাতাদের রহস্য Jul 18, 2025