অস্ট্রেলিয়ায় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন মাহাথির মোহাম্মাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার অধিকার কোনো দেশের নেই। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ অবস্থিত জেরুজালেমে অবস্থিত। এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অস্ট্রেলিয়ার দিকে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মাদ বলেন, বিশ্বের কোনো কোনো সরকার জেরুজালেমকে ইসরাইলের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেয়ার লক্ষ্যে এটি করা হচ্ছে।

আরো জানতে

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

Share this news on: