চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ৩ যাত্রীর কাছ থেকে ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, এ ঘটনায় মোহাম্মদ শাহ্ আলম, মো. আরফান ও আশরাফুল ইসলাম নামে তিনজনকে প্রথমে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়ে দেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত যাত্রীরা দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছেন। পরবর্তীতে তিন যাত্রীকে সন্দেহজনকভাবে তল্লাশি করার পর এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। পণ্যগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/টিএ