সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শুক্রবার (১৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইরান আগ্রাসন ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে গর্বিত ইতিহাস ধারণ করে। আমরা সবসময় বাছাইভিত্তিক আচরণ ও দ্বিমুখী মানদণ্ডের বিরোধিতা করি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে কটাক্ষ করে জানায়, ইসরায়েলের সিরিয়ার ওপর সরাসরি সামরিক হামলাকে ইউরোপীয় ইউনিয়ন কেবল ‘সিরিয়ার ভূমিতে উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছে—যা মানবাধিকার ইস্যুতে তাদের দ্বিমুখী নীতির একটি উৎকৃষ্ট উদাহরণ।
এসমাইল বাঘাই বলেন, ‘এটি বাস্তবতা বিকৃতির সুস্পষ্ট নিদর্শন এবং কূটনীতির আড়ালে এক ধরনের যোগসাজশ আড়াল করার চেষ্টা।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান সবসময় সিরিয়ার জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি জোরালো সমর্থন জানাই।’
এফপি/টিএ