হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির জন্য আনা জামাকাপড়ে লুকিয়ে গাঁজা দেওয়ার সময় মো. ফজলু মিয়া (৫০) নামের এক দর্শনার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত ফজলু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার দুপুরে হত্যা মামলায় আটক থাকা এক আত্মীয়ের জন্য জামাকাপড় নিয়ে যান ফজলু মিয়া। জেলগেটে তল্লাশির সময় তার আনা কাপড়ের মধ্যে সন্দেহজনক কিছু বোঝা গেলে বিস্তারিত খতিয়ে দেখা হয়। পরে একটি প্যান্টের পকেটের সেলাই খুলে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বিষয়টি জেল সুপার মো. মুজিবুর রহমানকে অবহিত করলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কারা সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘কারাগারে কোনো অবৈধ বস্তু প্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আইন অমান্য করে কেউ মাদক প্রবেশ করাতে এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/টিএ