অবশেষে খোঁজ মিলেছে লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেনের। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি সুস্থ অবস্থায় রাজধানীর মালিবাগে নিজ বাসায় ফিরে আসেন।
এর আগে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় উদ্বেগে পড়েন প্রসূনের পরিবারের সদস্যরা।
শনিবার দুপুরে ফেসবুকে একাধিক পোস্টে বাবার খোঁজ চেয়ে ভক্ত-অনুরাগীদের সহায়তা চান প্রসূন। লেখেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
একই দিন শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রসূনের মা শাহানা বেগম। উভয়েই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। জিডির কিছুক্ষণ পরই বাসায় ফিরে আসেন আজাদ হোসেন।
এরপর ফেসবুকে দেয়া এক পোস্টে প্রসূন জানান, ‘আব্বু সুস্থ অবস্থায় বাসায় ফিরে এসেছেন। পুলিশের সহায়তায় আমরা তাকে পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
প্রসঙ্গত, ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন আজাদ। এরপর নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকের প্রশংসা পেলেও বর্তমানে অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।
কেএন/টিকে