বাটপার এবং বেয়াদবদের প্রশ্রয় দেয়াটা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক কাজী শুভ। একটি মৌলিক গানকে কেন্দ্র তার তিনি ক্ষিপ্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে কাকী শুভ অভিযোগ করেছেন, তাঁর গাওয়া ‘ভুলিয়া না যাইও’ গানটি টেলিভিশন ও বিভিন্ন স্থানে অনেকেই গাইছেন কিন্তু মূল গায়কের নাম উল্লেখ করছেন না। এমনকী সেসব গান টেলিভইশন চ্যানেলের ইউটিউবে আপলোড করা হলেও সেখানে গায়কের ক্রেডিট দেওয়া হচ্ছে না।
কাজী শুভ বলছেন, ‘‘ভুলিয়া না যাইও’ গানটি আমার গাওয়া মৌলিক গানের ভিতরে অন্যতম একটি গান।যার গীতিকবি পাগল হাসান। মিউজিক করেছিলো রাফি। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়।

এবং এই গানটার জন্য শ্রোতাদের অনেক ভালোবাসাও পেয়েছি। ইদানিং দেখছি অনেক শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে গিয়ে এই গানটি গাইছে।যেখানে মূল শিল্পীর নামটা তারা কখোনো বলে না।’’
এই গায়ক বলেন, ‘যেটা সত্যিকার অর্থে চরম পর্যায়ের বেয়াদবি।
আর যে সমস্ত টিভি চ্যানেল লাইভ গাওয়া গানটা আবার বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রকাশ করছে,যেখানে মূল শিল্পীর ক্রেডিট পর্যন্ত নাই। অনেক চ্যানেলে ফোন দেয়ার পরে তারা মূল শিল্পী নামটা যুক্ত করেছে। সেটাও চরম পর্যায়ের বাটপারি। একটা মৌলিক গান কে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যাইহোক এই বাটপার এবং বেয়াদবদের প্রশ্রয় দেয়াটা ঠিক হবে না।
এমকে/টিকে