ছোট শহরের এক দুঃসাহসী ছেলের অসাধারণ স্বপ্ন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই শুরু হয়েছিল তাঁর লড়াই। সেই ছেলেটি আজ ভারতের ইতিহাসে এক গর্বের নাম—নারায়ণ কার্তিকেয়েন। এবার তাঁরই জীবনের গল্প উঠে আসতে চলেছে বড় পর্দায়। পরিচালক হিসেবে থাকছেন 'টেক অফ', 'মালিক' ও 'আরিয়িপ্পু'-খ্যাত মহেশ নারায়ণন। তামিল ভাষার এই বায়োপিকের সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘এনকে ৩৭০’।
এই ছবি শুধুই রেস ট্র্যাকে দৌড়ানোর গল্প নয়, বরং এক সংগ্রামী আত্মার সাহসিক অভিযাত্রার দলিল। কোয়েম্বাটোরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নারায়ণের জীবনে ছিল আর্থিক টানাপোড়েন, সমাজের নানা বাধা, এমনকি মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও। সেসব পেরিয়ে তিনি যেভাবে আন্তর্জাতিক মোটরস্পোর্টের দুনিয়ায় নিজের জায়গা করে নেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার।
নারায়ণ নিজেই বলেন, “মোটরস্পোর্ট আমাকে সব কিছু দিয়েছে। এবার এই সিনেমার মাধ্যমে আমার জীবন কাহিনি পৌঁছবে সবার কাছে।”
এই বায়োপিক প্রযোজনা করছে ব্লু মার্বেল ফিল্মস। নির্মাণের দায়িত্বে রয়েছেন ফারাজ আহসান, বিবেক রাঙ্গাচারি ও প্রতীক মৈত্র। আর চিত্রনাট্য লিখছেন 'সুরারাই পট্রু'-খ্যাত শালিনী ঊষা দেবী। তিনি জানাচ্ছেন, শুধু রেসিং নয়, ছবিতে নারায়ণের আত্মসংঘাত, ধৈর্য আর স্বপ্নপূরণের গল্পই হবে প্রধান উপজীব্য।
মেকশিফট গো-কার্ট দিয়ে শুরু করে ৩৬৫ কিমি প্রতি ঘণ্টা গতির এফওয়ান গাড়িতে চড়ার সেই দীর্ঘ পথচলা যে কতটা কষ্টকর ও গর্বের, ‘এনকে ৩৭০’ হবে তারই একটি আবেগঘন চলচ্চিত্ররূপ।
এই ছবির মাধ্যমে ভারতীয় দর্শক এক অনালোচিত নায়ককে নতুন করে চিনবে—যিনি নিজের প্রতিভা নয়, সাহস আর সংকল্প দিয়েই ছিনিয়ে এনেছেন দেশের জন্য সম্মান।
এসএন