জুন মালিয়া কি পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠলেন? দীর্ঘ দিন তিনি রুপোলি পর্দা থেকে দূরে। ছোট পর্দা, বড় পর্দা, সিরিজ়-সব মাধ্যম খুঁজছে অভিনেত্রী জুনকে। টেলিপাড়ার অন্দরে প্রশ্ন ঘুরছে, আগামী দিনে জুন কি শুধুই রাজনৈতিক দুনিয়ায় বিচরণ করবেন? তিনি কি আর অভিনয় দুনিয়ায় ফিরবেন না?
২১ জুলাই শাসকদলের ‘শহিদ স্মরণ’ সমাবেশের আগে ব্যস্ত জুন। তার মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন সাংসদ-অভিনেত্রী। প্রথমেই জানিয়ে দিলেন, সোমবার ‘শহিদ স্মরণ’ সমাবেশে যোগদান। মঙ্গলবার দিল্লি উড়ে যাচ্ছেন, সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে। শ্বাস নেওয়ার সময়টুকুও নাকি তিনি পাচ্ছেন না। তার পরেই মৃদু অনুযোগ, “অথচ সকলে বলে, অভিনেতারা নাকি কোনও কাজই করেন না! সারা ক্ষণ অভিনয় নিয়ে ব্যস্ত!”
জুন কি সত্যিই অভিনয় দুনিয়াকে ভুলে গেলেন? “একেবারেই না”, বললেন তিনি। জুনের কথায়, “ছোট পর্দায় অভিনয়ের জন্য প্রায় প্রতি দিন ফোন আসে। কী করে সময় দেব বলুন?” জানালেন, চলতি বছরের শেষ দিকে ছোট পর্দায় ফিরতে হতে পারে তাঁকে। সব ঠিক থাকল ডিসেম্বরে স্টার জলসার কোনও ধারাবাহিকে দেখা যেতে পারে তাঁকে।
শুধু তা-ই নয়, বড় পর্দাও তাঁর অপেক্ষায়। জুন বলেন, “করব তো। রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ সিরিজ়ের সিক্যুয়েল শুরু করতে চলেছেন। সেখানে আমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে।” এ ছাড়া, অরিন্দম শীলের পরের একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
এমকে/এসএন