মালয়ালম সিনেমার কিংবদন্তি পরিচালক জোশি এবার হাত মিলিয়েছেন সুপারস্টার উন্নি মুখুন্দন-এর সঙ্গে—আর এই ঘোষণা ইতিমধ্যেই রীতিমতো আলোড়ন তুলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ভরপুর অ্যাকশন আর পুরনো দিনের সোনালি ঘরানার গন্ধ মিশিয়ে তৈরি হচ্ছে এক নতুন ছবি, যা মালয়ালম ছবির ইতিহাসে নতুন বেঞ্চমার্ক গড়ার পথে।
ছবিটি প্রযোজনা করছে উন্নি মুখুন্দন ফিল্মস (UMF) ও Einstein Media—দুই প্রজন্মের ভাবনার সমন্বয়। ছবির চিত্রনাট্য লিখছেন অভিলাষ এন. চন্দ্রন, যিনি এর আগে Porinju Mariam Jose ও King of Kotha-র মতো তীব্র গল্পে দর্শকদের মুগ্ধ করেছেন।
জোশির জন্মদিনেই ঘোষণা করা হয় এই প্রকল্প—উন্নির কথায়, “এটা শুধু একটা স্বপ্ন নয়, এটা একটা আবেগ। এই ছবিতে পুরনো দিনের সিনেমার আত্মা আর নতুন দিনের স্পন্দন একসঙ্গে চলবে।”
Meppadiyaan-এর পর ‘Marco’-তে অ্যাকশন হিরো হিসেবে যে রূপে দেখা গিয়েছিল উন্নিকে, এবার সেই রূপ আরও একধাপ উঁচুতে নিয়ে যেতে চলেছে এই নতুন সিনেমা।
Joshiy-এর পরিচালনায় এবং উন্নির ‘নেভার-বিফোর-সিন’ অ্যাকশন লুকে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। প্রোডাকশন হাউজ দুটির সাহসী ভিশন আর চিত্রনাট্যের ঘনত্ব মিলিয়ে বলা যায়, এই ছবি মালয়ালমের মাস অ্যাকশন সিনেমার সংজ্ঞা বদলে দিতে চলেছে।
এসএন